ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ড্রোন সার্ভে পরিচালনা করছে। কোয়াকাটা সমূদ্র সৈকতে পরীক্ষা চালানোর পর পটুয়াখালীর সদর উপজেলার ইটাবাড়ীয়া মৌজার উপর ড্রোন সার্ভে
করার নিমিত্ত মাননীয় সচিব, ভূমি মন্ত্রণালয় মহোদয় টেন্ডার এর মাধ্যমে একটি কোম্পানী ড্রোন সার্ভে করার জন্য দিয়েছেন। কোম্পানী সার্ভে করার পর ভূমি রেকর্ড ্ও জরিপ অধিদপ্তর চূড়ান্তভাবে পরীক্ষা করবেন
এবং পটুয়াখালীর সদর উপজেলা ও বরগুনা এই জরিপ কার্য সম্পাদন করবে।
আপনাদের যদি কোন জিজ্ঞাসা বা জানার ইচ্ছা হলে অনুগ্রহপূর্ব ক যোগাযোগ করার জন্য ধন্যবাদ।
মুহাম্মদ মহিদুল ইসলাম
উপসহকারী সেটেলমেন্ট অফিসার
ও
আইসিটি কর্মকর্তা
জোনাল সেটেলমেন্ট অফিস, ঢাকা।
মোবাইল: 0178-3905576