Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০১৫

চূড়ান্ত প্রকাশনা ও গেজেট বিজ্ঞপ্তি

চূড়ান্ত প্রকাশনা ও গেজেট বিজ্ঞপ্তি

Ø  মৌজা নকশা চূড়ান্ত যাঁচ করে ছাপানোর পর ১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালার ৩৩ বিধিতে চূড়ান্ত প্রকাশনা দেয়া হয়।

Ø  চূড়ান্ত প্রকাশনার সময়কাল 30 দিন;

Ø  সরকার নির্ধারিত মূল্যে খতিয়ান ও নকশা ক্রয় করা যায়।

Ø  চূড়ান্ত প্রকাশনাকালীন 1935সালের এস. এস. ম্যানুয়েলের 533, 534 ও537নং বিধিতে রেকর্ড ও্র নকশা সংশোধনের আবেদন করা যায়।

Ø  তঞ্চকতার জন্য 533,ছাপাজনিত করণিক ভুলের জন্য 534এবং নকশার ত্রুটির জন্য 537নং বিধিতে আবেদন করা যায়।

Ø  চূড়ান্ত প্রকাশনা শেষ হওয়ার পরে চূড়ান্ত প্রকাশনার সনদ প্রস্তুতে এবং বর্নিত দরখাস্তসমূহ নিষ্পত্তিতে 60দিন সময় থাকে।

Ø  মিসকেস সমূহ নিষ্পত্তি হলে ১৯৫৫ সালের প্রজাস্বত্ব বিধিমালার ৩৪(২) বিধিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়।

Ø  গেজেট বিজ্ঞপ্তি সমাপ্ত হলে জরিপ বিভাগ নকশা ও রেকর্ড সংশোধনের জন্য কোন আবেদন গ্রহন করতে পারে না।