Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুলাই ২০২২

সিটিজেন চার্টার

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, তেজগাও ঢাকা- ১২০৮।

 

 

ক্রম  স্তরের নাম

সেবার নাম

সেবার মূল্য এবং

পরিশোধ পদ্ধতি

মন্তব্য

কিস্তোয়ার

সরেজমিনে প্রতিটি ভূমি খন্ড ও নকশা অংকন

বিনামূল্যে

 

খানাপুরি

(ক) নকশায়  দাগ নম্বর দেয়া

(খ) জমি মালিকের তথ্যাদি নিয়ে তার নামে খতিয়ান/পর্চা প্রস্তুত করা

বিনামূল্যে

 

বুঝারত

(ক) প্রস্তুতকৃত খতিয়ান/পর্চা ভূমি মালিকগণকে বিলি করা/বুঝিয়ে দেয়া

বিনামূল্যে

 

(খ) বিবাদ দায়ের ও বিবাদ শুনানি

(গ) বদর (পুনরায় পরিমাপ)

তসদিক

বিধি ২৮

(ক) খতিয়ান সত্যায়ন (পূর্ববর্তী রেকর্ড মালিকানার প্রামাণাদি যাচাই অন্তে)

বিনামূল্যে

 

বদর ফি ডিসিআর এর মাধ্যমে নগদ আদায় করতে হবে।

 

(খ) বিবাদ দায়ের ও বিবাদ শুনানি

 

(গ) বদর (পুনরায় পরিমাপ) ফি (প্রথম দাগ)

৫/- (পাঁচ) টাকা

(ঘ) অতিরিক্ত প্রতিদাগের জন্য

 

০১/- (এক) টাকা করে

তসদিক উত্তর যাঁচ

(ক) মিসটেক (ভুল) সংশোধন করা

(খ) খতিয়ান ও নকশা যাঁচকরণ (সঠিকতা যাচাই করে)

(গ) ভূমি মালিকগণের  নামের  আদ্যক্ষর অনুসারে সাজিয়ে খতিয়ানের নতুন নম্বর (ডিপি)

বিনামূল্যে

 

 

 

 

 

 

 

 

 

খসড়া প্রকাশনা (ডিপি)

বিধি ২৯

(ক) প্রস্তুতকৃত খতিয়ান ও নকশা প্রদর্শন করা

 

বিনামূল্যে

সরকারি (জেলা প্রশাসক)কেসের কোর্ট ফি মওকুফ, তবে প্রসেস ফি প্রযোজ্য

(খ) আপত্তি মামলা গ্রহণ

(i)আপত্তি মামলার জন্য কোর্ট ফি প্রদেয়

২০.০০ (বিশ) টাকার কোর্ট ফি

(ii) আপত্তি প্রতি কেসের প্রতি ঠিকানায় প্রসেস ফি

৫০/- (পঞ্চাশ) টাকার কোর্ট ফি

কোর্ট ফির মাধ্যমে আদায় করতে হবে।

(iii) প্রতি ভিন্ন ঠিকানার জন্য অতিরিক্ত ফি

প্রতি ঠিকানায় ৫০/- (পঞ্চাশ) টাকা করে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 ০৮

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

০৯

 

 

 

 

 

 

আপত্তি

৩০ বিধি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আপিল

৩১ বিধি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

চূড়ান্ত যাঁচ

(ক) আপত্তি মামলা শুনানি ও নিষ্পত্তি

বিনামূল্যে

বদর ফি ডিসিআর এর মাধ্যমে নগদ আদায় করতে হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(খ) বদর (পুনরায় পরিমাপ) ফি (প্রথম দাগ)

১৫.০০ (পনের) টাকা

(গ) পরবর্তী প্রতি দাগ

০৩/- (তিন) টাকা

(ঘ) বদর আমিন/সার্ভেয়ার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(ক) আপিল কেস শুনানি ও নিষ্পত্তি

ক্যাম্প হতে মৌজার দূরত্ব ৬ মাইলের ঊর্ধ্বে হলে বদর    আমিন/সার্ভেয়ারের ০১(এক) দিনের মূল বেতন এর সমপরিমাণ অর্থ 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিনামূল্যে 

(খ) আপিল মামলা গ্রহণ

(i) প্রতি কেস এর জন্য কোর্ট ফি প্রদেয়

৪০/- (চল্লিশ) টাকা

(ii) আপিল কেসের প্রতি ঠিকানায় প্রসেস ফি

৫০/- (পঞ্চাশ) টাকা

 

 

১। সরকারি (জেলা প্রশাসক)কেসের কোর্ট ফি মওকুফ, তবে প্রসেস ফি প্রযোজ্য

(গ) বদর (পুনরায় পরিমাপ) ফি (প্রথম দাগ)

১৫/- (পনের)টাকা

(ঘ) পরবর্তী প্রতি দাগ

০৩/- (তিন)টাকা বদর ফি ডিসিআর এর মাধ্যমে নগদ আদায় করতে হবে

 

(ঙ) বদর আমিন/সার্ভেয়ার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(ক) নকশা ও রেকর্ড চূড়ান্ত যাঁচকরণ (যাচাই করা)

(খ) যাচাই করে প্রাপ্ত মিসটেক (ভুল) সংশোধন করা

ক্যাম্প হতে মৌজার দূরত্ব ৬ মাইলের ঊর্ধ্বে হলে বদর    আমিন/সার্ভেয়ারের ০১(এক) দিনের মূল বেতন এর সমপরিমাণ অর্থ 

 

 

 

 

 

 

বিনামূল্য

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১০

খসড়া খতিয়ানের  (পর্চা) অনুলিপি প্রদান

(ক) প্রতি খতিয়ান

১০০/- (একশত) টাকা

এস এস ম্যানুয়াল, ১৯৩৫ এর ১৪৬ নং বিধি মোতাবেক (পার্ট-১, অধ্যায় vi)

 

১১

 ৪২ক ও ৪২খ বিধি মোতাবেক আবেদন দায়ের (মিস কেস)

আবেদন ফি

 

২০/- (বিশ) টাকা কোর্ট ফি

চূড়ান্ত প্রকাশনার পূর্বে প্রজাস্বত্ত্ব বিধিমালা, ১৯৫৫ এর ৪২ক ও ৪২খ বিধি মোতাবেক মিস কেস গ্রহণ ও নিষ্পত্তি করা হয়

৪২ক (প্রতারণামূলকভাবে রেকর্ড প্রণীত হলে তার সংশোধন)

৪২খ (করণিক ভুল ও গাণিতিক ভুল সংশোধন)

 

 

১২

চূড়ান্ত প্রকাশনা

 (ক) প্রতি খতিয়ান

১০০/- (একশত) টাকা

ডিসিআর এর মাধ্যমে আদায়যোগ্য

(খ) প্রতি নকশা 

৫০০/- (পাঁচ শত) টাকা

১৩

 

 

 

 

৫৩৩,৫৩৪ ও ৫৩৭ বিধিমতে আবেদন দায়ের

 

 

 

আবেদন ফি

 

 

 

২০/- (বিশ) টাকার কোর্ট ফি।

 বিধি ৩২ মোতাবেক চূড়ান্ত প্রকাশনার পরে এস এস ম্যানুয়াল ,

১৯৩৫ এর ৫৩৩,৫৩৪ ও ৫৩৭ বিধি মোতাবেক আবেদন গ্রহণ করে নিষ্পত্তি করা হয়ে থাকে।

৫৩৩ (প্রতারণামূলকভাবে রেকর্ড প্রণীত হলে সংশোধন)

৫৩৪ (করণিক ভুল ও গাণিতিক ভুল সংশোধন)

৫৩৭ (ম্যাপ সংশোধন)

১৪

 

 

 

 

 

 

 

 

 

জাবেদা নকল সরবরাহ

ক) টাইপ/হাতে লেখা কপি

খ) ফটোস্ট্যাট

 

 

 

 

(ক) প্রতি আবেদন

২০.০০ (বিশ) টাকার কোর্ট ফি

 

 

(খ) ১ হতে ৩৬০ শব্দ পর্যন্ত

২.৫০ (আড়াই) টাকা (সর্বনিম্ন)

 

(গ) ৩৬১ হতে ৭২০ শব্দ পর্যন্ত

৫.০০ (পাঁচ) টাকা

 

(ঘ) ৭২১ হতে ১০৮১ শব্দ পর্যন্ত

৭.৫০ (সাড়ে সাত) টাকা

 

(ঙ) ১০৮২ হতে ১৪৪০ শব্দ পর্যন্ত

১০.০০ (দশ) টাকা

 

(চ) ১৪৪১ হতে ১৮০০ শব্দ পর্যন্ত

১২.৫০ (সাড়ে বার) টাকা

 

(ছ) ১৮০১ হতে ২১৬০ শব্দ পর্যন্ত

১৫.০০ (পনের) টাকা

 

(জ) ২১৬১ হতে ২৫২০ শব্দ পর্যন্ত

১৭.৫০ (সাড়ে সতের) টাকা

 

(ঝ) ২৫২১ হতে ২৮৮০ শব্দ পর্যন্ত

২০.০০ (বিশ) টাকা (সর্বোচ্চ )

 

           

 

প্রচারে : জোনাল সেটেলমেন্ট অফিস, ঢাকা

www.zsodhaka.gov.bd

স্বাক্ষরিত

০৭/০৯/২০২১ খ্রি:

(মো: মোয়াজ্জেম হোসেন)

মহাপরিচালক

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

 

 

Citizen Charter Dhaka settlement unicode.doc Citizen Charter Dhaka settlement unicode.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon